নগরীর সকল কিছুর নিয়ন্ত্রণের ভার চসিকের কাছে দেয়া হোক

34

ডা. মাহফুজুর রহমান

সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী চট্টগ্রাম শহরের সব প্রশাসন, সিডিএ, ওয়াসাসহ সব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকার কথা সিটি কর্পোরেশনের হাতে। চট্টগ্রাম শহরের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষমতা ও দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে থাকার কথা। দুঃখজনক সত্য হলো আমাদের ৫০ বছরের জাতীয় সংসদগুলো সংবিধানের অনুচ্ছেদ অনুসরণ করে আইন পাশ করেনি। ফলে সিটি কর্পোরেশন মেয়রের হাতে জনসেবার তেমন কোন ক্ষমতা নেই। ফলে নালায় পড়ে আমাদের ছেলে মেয়েরা, বয়স্করা মারা গেলেও এর জন্য কে দায়ী তা বলা যাচ্ছে না। সিডিএ রাস্তা করার সময় নালা উন্মুক্ত রাখলেও মেয়রের কিছু করার থাকে না। সবাই দোষ একে অপরের ঘাড়ে চাপিয়ে মুক্ত থাকছে। সিটি কর্পোরেশনের অমতেই সিআরবিতে হাসপাতাল হয়ে যাচ্ছে।
নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে সব দায়িত্ব এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের হাতে তুলে দেয়ার সাংবিধানিক নির্দেশনা দেয়া হয়েছিল বঙ্গবন্ধুর আমলে। এই আমলে এটা বাস্তবায়িত হোক এটা আশা করা অন্যায় কিছু হবে না।নগরের যাবতীয় উন্নয়ন, যাবতীয় সমস্যা সমাধান, যাবতীয় সেবামুলক কাজের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে দিয়ে আইন পাশ করে সংবিধানের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানাচ্ছি।