নগরীর বিভিন্ন মসজিদে নিষ্ঠার মাস্ক বিতরণ

9

করোনা মহামারির প্রকোপ দিনদিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ায় মানুষ আতংকে মানবেতর জীবন যাপন করছে। মহামারি ভয়াবহ রূপ ধারণ করার পেছনে জনসাধারণ হিসেবে আমরাই প্রধান দায়ী। গত শুক্রবার সরকারি/বেসরকারি সংস্থাসমূহ জনগণের মধ্যে স্বাস্থ্য সচতেতনতা বৃদ্ধির জন্য রাত/দিন জোর প্রচেষ্টা চালালেও জনগণের আশানুরূপ সাড়া মিলছে না ফলে করোনার প্রকোপ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। বেসরকারি সেবামূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন করোনা মহামারির শুরু থেকেই কাফন-দাফন, সৎকার, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, এ্যাম্বুলেন্স সেবা, সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পেইন, কোরবানি সেবা, নন এমপিও শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের এককালীন ভাতা প্রদানসহ বিবিধ কর্মসূচী নিয়ে সর্বদা মাঠে রযেছে। এরই ধারাবাহিকতায় নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ জুমা নামাযের পর স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে নগরী গুরুত্বপূর্ণ মসজিদ সমূহে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।