নগরীর দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হবে সনদ দত্ত মহাশশ্মান

41

আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ১৯৯৬ সালে সনাতন ধর্মাবলম্বীদের মৃতদেহ ধর্মীয় বিধি-বিধান অনুযায়ী সৎকার করার জন্য তৎকালীন পাঁচ লক্ষ টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় উত্তর কাট্টলী সনদ দত্ত সার্বজনীন মহাশশ্মান।
পরবর্তীতে চট্টগ্রাম-৪, সীতাকুন্ড আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ দিদারুল আলম এমপি’র উদ্যোগে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে শশ্মানকে দ্বিতীয়বার সংস্কার করা হয়। বর্তমানে করোনাকালীন সময়ে নগরির সনাতন ধর্মের মৃত্যুবরণকারীদের মৃতদেহ দাহ করার জন্য শশ্মানটি নির্ধারণ করা হলে শশ্মানটির সড়ক সহ অবকাঠামোগত সমস্যার কারণে দাহ কার্যক্রমে কিছুটা সমস্যা দেখা দেয়। তৃতীয়বারের মত আবরো সনাতনধর্মাবলম্বীদের পাশে এগিয়ে এলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। পনের লক্ষ টাকা ব্যয়ে প্রায় এককিলোমিটার সড়কটি পুনঃসংস্কার সহ শশ্মানের অবকাঠামোগত উন্নয়ন করা হয়। বার বার শশ্মানটির উন্নয়নে এগিয়ে আসা সাবেক মেয়র মনজুর আলমকে শুভেচ্ছা জানাতে ও শশ্মানের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করতে উত্তর কাট্টলী সনদ দত্ত সার্বজনীন মহাশশ্মান কমিটির উদ্যোগে গত সোমবার উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা-হাকিম কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
শশ্মান কমিটির সভাপতি বিরেন্দ্র লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। এ সময় মনজুর আলম বলেন, ‘২৪ বছর আগে শশ্মানটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। আর যখনি এতে কোন সমস্যা দেখা দিয়েছে তখনি তা সমাধানে সচেষ্ট ছিলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আলমগীর।
সংগঠক টুনটু দাশ বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈবল্যধামের ট্রাস্টি অজয় মিত্র শংকু। উপস্থিত ছিলেন শশ্মান কমিটির সাধারণ সম্পাদক কনকন দাশ শর্মা, শশ্মান কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, জুয়েল শীল, দিলীপ দাশ বাবুল, ইঞ্জিনিযার কৃষ্ণ ভজন আচার্য্য, যামিনী দে, সুভাষ চন্দ্র দে, জোতিম্ময় দাশ, সবিতা বিশ^াস, ডা. মুকেশ দত্ত, মিথুন সরকার, অলক সেন প্রমুখ।
অনুষ্ঠানে শশ্মানটিকে আধুনিক শশ্মানে পরিণত করার জন্য কাট্টলীর বিভিন্ন মন্দির যথা- উত্তর কাট্টলী শ্রী শ্রী রক্ষা কালী বাড়ী, ঘোষ বাড়ী সেবাখোলা উন্নয়ন পরিষদ, শ্রী শ্রী জ¦ালা কুমারী মায়ের মন্দির, শ্রী শ্রী সেবাখোলাও বৈকু›্ঠধাম, মজুমদার বাড়ী জয়কালী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী বাড়ী প্রকাশ (ছোট কালী বাড়ী), সদান্দন গোস্বামী মন্দির পরিচালনা কমিটি, বৃন্দাবন ধাম, পূর্বদাশ পাড়া, আচার্য্য পাড়া সমাজ কল্যান পরিষদ, তাতীঁলীগ পাহাড়তলী থানা, বাগিশিক আকবর শাহ থানা কমিটির প্রতিনিধিবৃন্দ সাবেক মেয়র মনজুর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অকাল মৃত্যুবরণকারী শশ্মানের অন্যতম সদস্য চন্দন দত্তের আত্মার শান্তি কামনা করা হয়। বিজ্ঞপ্তি