নগরীর চার আসনে নৌকার প্রচারণা

55

চট্টগ্রাম আওয়ামী এক্স কাউন্সিলর ফোরাম এর উদ্যোগে সভাপতি বদিউল আলম ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মামুনুর রশীদ মামুন এর নেতৃত্বে ডা. আফছারুল, নওফেল, বাদল ও এম.এ লতিফের নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে সুসজ্জিত ৬টি ট্রাক, জিপ, কার এবং মোটরসাইকেল বহর নিয়ে এই প্রচারণা চালানো হয়।
প্রচারণার গাড়ি বহরটি বুধবার দুপুরে নগরীর নাসিরাবাদ সি এন্ড বি কলোনি হতে নগরীর ষোলশহর ২নং গেইট, মুরাদপুর ও বহদ্দারহাট মোড় থেকে পূর্ব ষোলশহর, বাড়ায়পাড়া, বড় মিয়া মসজিদ হয়ে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্বাচনী এলাকা বাকলিয়া, সৈয়দ শাহ রোড, ডিসি রোড, চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম কলেজ গেইট, জামালখান, কাজীর দেউড়ি, স্টেডিয়াম হয়ে ডা. আফছারুল আমিন এর নির্বাচনী এলাকা ইস্পাহানী মোড়, টাইগার পাস হয়ে এম এ লতিফ এর নির্বাচনী এলাকায় দেওয়ানহাট, আগ্রাবাদ, মাদারবাড়ি, কমার্স কলেজ রোড, আকতারুজ্জামান সেন্টার হয়ে আবার ডা. আফছারুল আমিন এর নির্বাচনী এলাকা আমবাগান, পাহাড়তলী, ওয়ার্লেস, ঝাউতলা, হলি ক্রিসেন্ট হয়ে নগরীর ওমেন কলেজ মোড় এসে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী এক্স কাউন্সিলর ফোরাম এর সভাপতি বদিউল আলম জানান, জামায়াত শিবিরের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার লক্ষ্যেই এই প্রচারণা চালানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও আওয়ামী এক্স কাউন্সিলর ফোরাম এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, ‘সারাদেশে শেখ হাসিনার উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নাই। তাই ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে।’
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁন্দগাও থানা আওয়ামী লীগ এর আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মোহরা ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আবু তাহের, মহানগর আওয়ামী লীগের সদস্য পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মো. ইয়াকুব, হালিশহর থানা আওয়ামী লীগের আহবায়ক ও রামপুরা ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ফয়েজ আহম্মদ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, পাঠানটুলি ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর জাফর আহমদ, উত্তর আগ্রাবাদ এর সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল, রামপুরা ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আব্দুর সবুর রিটন, মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আবুল হাসেম সওদাগর, শাজাহান সুফী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সোবহান, নাসিরাবাদ আওয়ামী লীগের সভাপতি মো. হোসাইন, সহ সভাপতি আবু বক্কর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মো ইদ্রিস, মহানগর কৃষকলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম, সহ সভাপতি বিপ্লব মিত্র, মহানগর যুবলীগের এর সদস্য জাবেদ হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, সিরাজুল ইসলাম, কৃষকলীগ এর কৃষি ঋণ ও পুনর্বাসন সম্পাদক রিফাত জাবেদ ডন, মহানগর কৃষকলীগের সদস্য আওরঙ্গজেব শিবলী, গিয়াসুদ্দিন, সজীব দাশ, পরিমল চন্দ্র, মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা এম কে আলম বাসেদ, মহানগর কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর আলী সুমন, সদস্য জালাল উদ্দীন বাবু, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোবারক আলী, মহিউদ্দিন মহি, শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিজাম শাহরিয়ার, রিসাদ আলী, সোহরাব হোসেন তুষার, আদিত, ইউএসটিসি ছাত্রলীগের সভাপতি রাকিবুল হুদা, অনিক দাশ, জাওয়াত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি