নগরীতে স্বস্তির বৃষ্টি

36

কয়েক দিনের ভ্যাঁপসা গরমে অস্বস্তিতে ছিল চট্টগ্রামের মানুষ। এর মধ্যে শুক্রবার দুপুরের পর আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। এতে জনজীবনে নেমে আসে স্বস্তি। গরমের তীব্রতা থেকে খানিকটা রেহাই মিলে মানুষের। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও বৃষ্টিতে গরমের তীব্রতা হ্রাস পায়।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাত জানান, কয়েকদিনের তীব্র গরমে এ বৃষ্টি অনেকটা স্বস্তির।
এদিকে গতকালের বৃষ্টিতে নগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে বৃষ্টির পর তা দ্রুত নেমে যায়। এ সময় চলাচলকারী পথচারী ভোগান্তিতে পড়ে। ছুটির দিন যারা বিকালে একটু ঘুরতে বের হয়েছিলেন তারা বিড়ম্বনার শিকার হয়।
এ বিষয়ে আগ্রাবাদ শেখ মুজিব রোড দিয়ে যাতায়াতকারী মোহাম্মদ রফিকুল আলম নামে এক ব্যক্তি জানান, বৃষ্টি গরমে স্বস্তি দিয়েছে। কিন্তু বাইরে বের হওয়ায় হঠাৎ বিড়ম্বনায় পড়তে হয়েছে।