নগরীতে ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ

31

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ত্রিতরঙ্গের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল, শীত পোশাক ও মশারি বিতরণ শুরু হয়েছে। গত শুক্রবার নাসিরাবাদ সংগঠনের কার্যালয়ে দুস্থদের কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আকতার হোসেন।
ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, দুদক উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন, ত্রিতরঙ্গের উপদেষ্টা পিডিবি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম, কাউন্সিলর মো. মোরশেদ আলম, কবি কমরে আলম, প্রকৌশলী কাইজার রহমান, ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান, শিল্পী শাকিলা জাহান, রোটারিয়ান সিজ্জিল মমতাজ, সঙ্গীত একাডেমির অধ্যক্ষ সুবর্ণা রহমান, সঙ্গীত শিল্পী নাসিমা আক্তার ডেইজি, ফরিদা ইয়াসমিন জেসমিন, ইসমত আরা বেগম, রুহী ইসলান, সাবিনা কাদের প্রমুখ। ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরও রয়েছে সুবিধা বঞ্চিত শিশুদের শীত বস্ত্র বিতরণ, ফুটপাতে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং পরবর্তীতে দুর্গম পাহাড়ি জনপদ ও উত্তর বঙ্গে কম্বল, শীতবস্ত্র ও মশারি বিতরণ। বিজ্ঞপ্তি