নগরীতে চার হাজার ইয়াবাসহ আটক ২

28

নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সদরঘাট থানার কদমতলী ডিটি রোডে রয়েল লিভিং আবাসিক হোটেল থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মইনুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- তারেক জামাল (৫৫) ও হযরত আলী (৪১)। তাদের বাসা ঢাকার গেন্ডারিয়ায়।
এডিসি মইনুল বলেন, তারেক জামাল তালিকাভুক্ত মাদক কারবারি। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
তারেক জামালের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা আছে ও গত সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার একটি ওয়ার্ড থেকে সে কাউন্সিলর প্রার্থী হয়েছিল বলেও জানান তিনি। খবর বিডিনিউজের
অভিযানে থানা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই শিবেন বিশ্বাস জানান, রাতে হোটেলের ৪০৫ নম্বর রুমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই শিবেন বলেন, তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো ছিল সাধারণ ইয়াবার চেয়ে ভিন্ন রঙের। সাধারণ ইয়াবা গোলাপী রঙের হলেও উদ্ধার করা ইয়াবাগুলো কমলা রঙের। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।