নগরীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক বিভাগ

32

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবাগত অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহম্মদ খান বলেছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা আনয়ন, দুর্ঘটনা রোধ, বেপরোয়া গাড়ী চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ী চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। পরিবহন চালক-হেলপারসহ সর্বস্তরের জনগণ সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশেই রোধ হবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ট্রাফিক আইন মেনে গাড়ী চালালে সড়কে বিশৃঙ্খলা ও যানজট হবে না। গাড়ী চালানোর সময় চালককে অবশ্যই পোষাক পরিধান ও হালনাগাদ ডকুমেন্ট সাথে রাখতে হবে। একইসাথে চালকের ড্রাইভিং লাইসেন্স সামনে ঝুলিয়ে রাখতে হবে। পরিবহন চালক-হেলপার আন্তরিক না হলে ট্রাফিক বিভাগের একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। এখন থেকে নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া যত্রতত্র দাঁড়িয়ে কোন গণপরিবহন যাত্রী উঠা-নামা করা যাবে না। আগামী ১ নভেম্বর থেকে ট্রাফিক আইন মেনে গাড়ী না চালালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় আমরা যানজটমুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে চাই।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় সিনেমা প্যালেস মোড়ে সিএমপি’র ট্রাফিক আন্দরকিল্লা জোন আয়োজিত ৩নং বাস/মিনিবাস রুটের সিটিং সার্ভিস পরিবহনসমূহের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে গণপরিবহনের চালক-হেলপারদের হাতে ওয়েবিল ও পোষাক তুলে দেন প্রধান অতিথি এস এম মোস্তাক আহম্মদ খান। অনুষ্ঠান সার্বিক তত্ত¡াবধানে ছিলেন লিটন মোটরস প্রাইভেট লিমিটেড। সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমীর জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক-বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহমদ ও ট্রাফিক-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান (পদোন্নতিপ্রাপ্ত এসপি)। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রাফিক-উত্তর বিভাগের সহকারী কমিশনার (এসি) সুলতান মোহাম্মদ খান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-প্রশাসন) মোহাম্মদ মহিউদ্দিন খান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-আন্দরকিল্লা) মুহাম্মদ নুরুল আবছার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-কোতোয়ালী) পুলক চাকমা ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপের মহাসচিব গোলাম রসুল বাবুল। অনুষ্ঠানে বিভিন্ন সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি