‘নগরপিতার’ আসনে রেজাউল না শাহাদাত?

38

উৎসব, উদ্বেগ ও উৎকণ্ঠা ছাপিয়ে প্রস্তুত ভোটের মাঠ। আজ সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ। ভোটে অনিয়ম রোধে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।
ভোটে দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশাল এক বহর। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৭ জন ভোটার পরখ করে নেবেন নিজেদের প্রতিনিধি। তবে প্রতিদ্বন্দ্বিতার সবটুকু আওয়ামী লীগ বিএনপির প্রার্থীদের ঘিরেই। কোনো কোনো ওয়ার্ডে অবশ্য বিদ্রোহীরাও বেশ শক্তিমত্তা দেখানোর অপেক্ষায় ভোটের ময়দানে। বিএনপিতে ভোট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। আর আওয়ামী লীগে আছে শুধু বিজয়ের ক্ষণগননা। সবকিছু ছাপিয়ে আসলে নগর পিতার চেয়ারে কে বসছেন? কার হাতে যাচ্ছে ৭০ লাখ মানুষের নগর পরিচালনার দায়িত্ব? এটাই নগরবাসীর সামনে কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে সেই ফয়সালাও হয়ে যাবে আজ সন্ধ্যার পর। নগরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে নির্বাচনের মাধ্যমে।
এদিকে মেয়র প্রার্থীরা সবাই সকাল ৮টা থেকে ১০টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এম এ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. জান্নাতুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আবুল মনজুর এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী। তবে খোকন চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে গেছেন ইতোমধ্যে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সকাল ৯টায় প্রথমে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। তারপর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রয়োগ করবেন। পরবর্তীতে তিনি কেন্দ্র পরিদর্শনে বের হবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি মো. ইলিয়াস।
অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সকালে মা শায়েস্তা খানমকে কদমবুচি করে চকবাজার বিএড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবেন। ঐ কেন্দ্রে কিছু সময় কাটানোর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. মারুফুল ইসলাম।
অন্যদিকে সকাল ১০টায় এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী এম এ মতিন। এর আগে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সামাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. জান্নাতুল ইসলাম সকাল ৮ টায় নগরীর মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালের পাশে ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন বলে জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ সকাল ৯ টায় বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন বলে জানান। ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী আবুল মনজুর জানান তিনি সকাল সাড়ে ৮টায় ৩৯ নম্বর ওয়ার্ডস্থ আহমদিয়া স্কুলে ভোট প্রয়োগ করবেন।