নগদ সাড়ে ৮ কোটি টাকা উদ্ধার

118

নগরীর ইপিজেড এলাকার কথিত একটি সমবায় প্রতিষ্ঠান থেকে নগদ ৮ কোটি টাকা উদ্ধার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। ‘রূপসা কিং গ্রূপ’ নামে কথিত ওই সমবায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানটি গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে লোভ দেখিয়ে এ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে একটি অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হওয়ার পর তদন্তে নামে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পেয়ে গতকাল মঙ্গলবার ইপিজেড চৌধুরী মার্কেটে রূপসা কিং গ্রূপের অফিসে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই অভিযানে সর্বশেষ পাওয়া খবরে ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করেছেন, ইপিজেডের শ্রমিকদের নানা প্রলোভন দিয়ে সংঘবদ্ধ চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
জানা গেছে, রূপসা কিং গ্রূপের চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। এর ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার। এছাড়া তাদের সাথে আরও কয়েকজন রয়েছে বলে জানা গেছে।