‘নগদ’ উদ্যোক্তা হবেন সাবেক ডাকপিয়নরা

11

বাংলাদেশ ডাক অধিদপ্তরের আওতাধীন সব পোস্টম্যান বা ডাক পিয়ন এখন থেকে অবসরে যাওয়ার পর চাইলেই ‘নগদ’-এর উদ্যোক্তা হতে পারবেন। তাদের এ যাত্রায় সর্বাত্মক সহযোগিতা দেবে দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাক পিয়নদের অবসরে যাওয়ার পর নিশ্চিত একটি আয়ের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যেই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ‘নগদ’। অবসরপ্রাপ্ত ডাক পিয়নদের বাড়তি আয়ের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্য তারা নিশ্চিত করতে পারবেন ‘নগদ’-এর সাশ্রয়ী সব সেবা। এই কার্যক্রমের আওতায় ‘নগদ’ শহরের পাশাপাশি গ্রামগঞ্জে অবস্থানরত অবসরপ্রাপ্ত ডাক পিয়নদেরও সব ধরনের সহায়তা দেবে। সেক্ষেত্রে উদ্যোক্তাকে তাদের নিজ এলাকায় অবস্থিত ডাকঘরে সেবাটি চালু করতে হবে। উদ্যোক্তা হতে সংশ্লিষ্ট পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে ‘নগদ’ বরাবর।