ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

8

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুল আলীম তাঁর ব্যক্তিগত ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের একটি মজবুত ও শক্তিশালী প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংকের এলজিএসপি-৩ এর আওতায় জনসংখ্যা ও এলাকা বিবেচনায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক বরাদ্দ আসে। যা রাস্তাঘাট ব্রিজ-কার্লভাট বিদ্যালয় অবকাঠামো নির্মাণ এবং স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়ে থাকে। অথচ ধোপাছড়ির জনগণ জানেই না কোথায় গেলে বড় মাপের বরাদ্দগুলো পাওয়া যায়। এছাড়া ও এডিবি, টিআর কাবিখা এবং দুর্যোগকালীন তথা আপদকালীন বিভিন্ন বরাদ্দ আসে যা দিয়ে ৫ বছর মেয়াদকালে একজন চেয়ারম্যান ১টি ইউনিয়নের আমুল পরিবর্তন সাধন করতে সক্ষম। ধোপাছড়ি ইউনিয়নকে নিয়ে তার পরিকল্পনা গত ২৫ ডিসেম্বর ঘোষিত ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরেন। ইশতেহারে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী দ্রুততার সময়ে খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, দোহাজারী-লালুটিয়া-চিড়িংঘাটা ধোপাছড়ি বাজার সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, চেমিরমুখ থেকে গোলারপাহাড় হয়ে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পর্যন্ত রাস্তায় ব্রিজ কালভার্টসহ পাকাকরণ, ধোপাছড়ি বাজার হইতে শান্তিরবাজার মংলার মুখ ত্রিপুরাপাড়া, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাথে সংযুক্ত করে রাস্তা সংস্কারসহ পুর্ণনির্মাণকরণ, ধোপাছড়ি বাজার সংলগ্ন ধোপাছড়ি খালের উপর ব্রিজ নির্মাণ এবং ভেঙে পড়া ধোপাছড়ি খালের উপর ব্রিজ নির্মাণ, ধোপাছড়িতে উপযুক্ত স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করণ, মাদক সেবনকারী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন, প্রতি শুক্রবার ও শনিবার ইউনিয়ন পরিষদ ভবনে গ্রামীণ আদালত চালুকরণ এবং সৎ অভিজ্ঞ মুরব্বীদের নিয়ে ছোট ছোট বিরোধ নিষ্পত্তিকরণের উপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী ইশতেহার পাঠ করার সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাদা মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক ডা. দুলাল নাথ, মাষ্টার জাহাঙ্গীর আলম, মুজিবুল হক খোকা মেম্বার, আবদুল জব্বার মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, মোস্তাক আহমদ, মো. রাশেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।