‘ধারণার চেয়েও দ্রুত পতনের দিকে আফগানিস্তান’

6

 

আফগানিস্তানে অর্থনৈতিক সংকটের কারণে দেশটির রাজনীতিতে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার এমন সতর্কবার্তা দিয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী মন্ত্রী পার ওলসন ফ্রিদ।
দুবাইয়ে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তার কাছে প্রশ্ন রাখে বার্তা সংস্থা রয়র্টাস। মন্ত্রী বলেন, ‘খুবই উদ্বেগের বিষয় হল দেশটি ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সেই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত এগিয়ে আসছে’। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকে দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এমন প্রসঙ্গে সুইডেনের মন্ত্রী বলেন, ইউরোপের ২৭টি দেশের মধ্যে সুইডেন আফগানিস্তানে মানবিক সহায়তা বাড়িয়েছে। যদিও উন্নয়ন সহায়তা এখনও স্থগিত আছে। এদিকে বিশ্ব ব্যাংকও আফগানিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া এখনও স্থগিত রেখেছে। ফ্রিদ বলেন, আফগানিস্তানের মৌলিক বিষয়গুলো সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে সুইডেন। কিন্তু অন্যান্য দেশকেও নিশ্চিত করা উচিত যে তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়েই দেশটিতে সহযোগিতা করা সম্ভব। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে করে নেয় তালেবান। এরপর থেকেই নতুন করে সংকটের মুখে পড়েছে দেশটি।