ধাউরডেঙ্গা কালিয়াইশ লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে উৎসব

26

পটিয়ার ধাউরডেঙ্গা কালিয়াইশ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও সেবাশ্রমের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ৩ ফেব্রæয়ারি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে ও মহোৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের সঞ্চালনায় ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন দি চিটাগাং ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। ধর্মীয় আলোচক ছিলেন পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবদুর রশিদ দৌলতী, সমাজসেবক শ্যামল দত্ত, ইউপি সদস্য কোহিনূর আক্তার ও শাহানা আক্তার। স্বাগত বক্তব্য দেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যাপতি মল্লিক (বিপ্লব)। শুভেচ্ছা বক্তব্য দেন মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব সিকদার। বক্তব্য দেন নারায়ণ বিশ্বাস, কাজল দত্ত, টিটন মল্লিক, সজল মল্লিক, মিঠু দত্ত, বিদ্যুৎ দত্ত, সুকুমার দত্ত, শ্যামল বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, স্বপন সিকদার, রুনু বিশ্বাস, শ্যামল মহাজন, চপল মহাজন, মৃণাল মহাজন, মিহির দাশ, বলহরি বিশ্বাস, উত্তম বিশ্বাস, শ্যামল বিশ্বাস, দিলীপ বিশ্বাস, কানু বিশ্বাস, যীশু সিকদার, প্রকাশ বিশ্বাস, অমূল্য তালুকদার, ঝুন্টু মল্লিক, দীপক তালুকদার, প্রদীপ তালুকদার, নারায়ন চৌধুরী, বাচ্চু চৌধুরী, প্রিয়ম মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি