ধর্ষণ নির্মূলে সচেতনতা ও গণস্বাক্ষর কর্মসূচি

23

‘ধর্ষণমুক্ত সমাজ গড়ি’ সংগঠনের উদ্যোগে আসুন সবাই স্বাক্ষর করি ধর্ষণমুক্ত সমাজ গড়ি শ্লোগানে শনিবার সকাল ১০টায় সচেতনতা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কালুরঘাট মৌলভীবাজারের মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজন বড়–য়া জানান, ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত মোট ৫ কোটি গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে এবং গণস্বাক্ষর প্রদানকারী ১১১১ জনের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার। ধর্ষণ নামক মানসিক ব্যাধি সমাজ থেকে দূর করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি বিগত ২০১৮ সালের মে মাস থেকে।
অনুষ্ঠানের শুরুতে সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজন বড়–য়া। গণস্বাক্ষর চলাকালীন উপস্থিত ছিলেন মোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল বাহার খান, আব্দুল হালিম, নিগার সুলতানা, নূরজাহান বেগম, রিপন উদ্দিন, মাহফুজা খানম, তাপসী দাশ, মো. ইলিয়াস, ফখরুন নাহার, বিপা পাল, শারমিন আক্তার, ঝুমা ধর, খালেদ হোসেন এবং ছাত্র-ছাত্রীরা। বিজ্ঞপ্তি