ধর্মের মর্মবাণী গ্রহণ ও সৎ মানুষকে সম্মান দিতে হবে

13

পটিয়া প্রতিনিধি

কেলিশহরে গোবর্ধন পূজা ও অন্নকূট অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, প্রত্যেক ধর্মের মর্মবাণী গ্রহণ এবং সৎ মানুষকে সন্মান দিতে হবে। পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে। এক প্রকার হলো মানুষ আর আরেক প্রকার হলো অমানুষ। অমানুষের স্থান কোন ধর্মে নেই। অমানুষদের মানুষ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। কেলিশহরে একজন পরীক্ষিত চেয়ারম্যান সরোজ সেন নান্টু। তাই প্রধামন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। বিদ্রোহীরা নির্বাচনে অংশ নেয়া মানে প্রধামনন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো।
আমরা চ্যালেঞ্জকারীদের দেখব। তারা কিভাবে নির্বাচন করেন। গত শুক্রবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিকে কেলিশহর ইউনিয়নে গোবর্ধন পূজা ও অন্নকূট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেরা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিজুন চক্রবর্তী, ইউপিনিয়ন পরিসেদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সরোজ সেন নান্টু, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, সৌমেন চক্রবর্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।