ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল কদর পালিত

12

নিজস্ব প্রতিবেদক

গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় রাত জেগে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদ ছাড়াও নিজ নিজ বাসায় মানুষ ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে কদরের ধর্মীয় কর্মসূচি শুরু হয়ে রাতভর চলে ইবাদত-বন্দেগি। শবে কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়। শবে কদরের রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ হয়। শবে কদরের রাতে বিভিন্ন মসজিদে মহান আল্লাহর দরবারে দোয়া ও বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। যাঁরা বাসায় নফল ইবাদত করেছেন, তাঁরাও করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য দোয়া করেছেন, নিজেদের ভুল-ভ্রান্তি, গুনাহ মাফ করার আর্জি জানিয়েছেন মহান সৃষ্টিকর্তার দরবারে। দেশের অনেক মসজিদে রাতে তারাবিহ’র নামাজেও পবিত্র কোরআন খতম দেওয়া হয়।