ধর্মীয় কর্মসূচি আদায়ের পাশাপাশি মানবকল্যাণে কাজ করতে হবে

4

রাউজান প্রতিনিধি

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার হেফজখানা ও এতিম খানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে হাজার হাজার মুসল্লীদেও উপস্থিতিতে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের পীর হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) বলেছেন, দুনিয়া ও আখিরাতে সফল হতে নামাজ, রোজা, হজ যাকাত ও অন্যান্য ধর্মীয় কর্মসূচী আদায়ের পাশাপাশি দীন, মাজহাব, মিল্লাতের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে হবে। পরের হক যথাযতভাবে আদায় করে দেয়ার কথা বলেন। কারণ পরের হক যারা না দিবে বা মেরে খাবে তাঁদের মহান আল্লাহ পাকও ক্ষমা করবেন না। গত শুক্রবার রাতে মাদ্রাসা মাঠে আয়োজিত নুরানী মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপির চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা দক্ষিণ গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ সিরাজুল হক, অ্যাসিসটেন্ট সেক্রোটারী গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ সাহেব, যুগ্ন মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, ইউএই গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ জানে আলম, উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জমির হোসেন মাষ্টার, প্রচার প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, ব্যবসায়ি জসিম উদ্দিন, আব্দুল মালেক, এরশাদ খতিবি, মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, গাজী লোকমমান প্রমুখ। তাকরীর করেন মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, মাওলানা সৈয়দ শওকত হোসেন রেজভী প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ ওমর ফারুক, আবু বক্কর সওদাগর, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, আহমেদ সৈয়দ, মুহাম্মদ কামাল উদ্দিন, আজিজুল হক, আজম আলী, মুহাম্মদ বেলাল উদ্দিন, হাবিবুুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম মেম্বার, জাহেদুল হক, নওশাদ হোসেন, ফিরোজুল ইসলাম চৌধুরী, ওয়াহিদুল আলম শাহ সুজন, মাওলানা আশেকুর রহমান, মফিজুল আলম শাহ, মুহাম্মদ আলী, মুহাম্মদ ইউনুছ, আব্দুল্লাহ আল মামুন, তসলিম উদ্দিন, আব্দুল করিম, আব্দুর রহমান সাহেদ প্রমুখ। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধ কামনা করেন পীর আল্লামা সাবির শাহ।