ধর্মীয় উৎসব মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে : শিক্ষা উপমন্ত্রী নওফেল

73

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ধর্মীয় উৎসব মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। আবহমান কাল থেকে অসা¤প্রদায়িক চেতনা নিয়ে এদেশের মানুষ ভাতৃত্ববোধে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। কোন কোন সময় কিছু কুচক্রী সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টকারী অশুভ শক্তিকে কঠোর হস্তে দমন করবে এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলকে সাথে নিয়ে এদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ ৩০ মার্চ (শনিবার) সকালে দক্ষিণ কাট্টলীর ঐতিহ্যবাহী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আসন্ন ঐতিহ্যবাহী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের সভাপতি অনিল কান্তি নাথ, সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ, সাবেক সভাপতি ডা. ননী গোপাল দাশ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, পুলিন চন্দ্র দাশ, সদানন্দ ভট্টাচার্য্য, অলক নাথ চৌধুরী, ডা. বিজন কান্তি নাথ, সুনয়ন দেবনাথ, রনজিত কুমার নাথ, বিকাশ মজুমদার, সুকান্ত ধর প্রমুখ। বিজ্ঞপ্তি
এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সাথে নগরীর দক্ষিণ কাট্টলীর ঐতিহ্যবাহী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ২৮ মার্চ কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নেতৃবৃন্দ সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন বারুণী স্নান উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এই দেশ সকল মানুষের এবং আমরা সবাই বাঙালি। এখানে ধর্ম বর্ণ গোষ্ঠী স¤প্রদায়ের কোন ভেদাভেদ নাই। এ দেশে সবার সমান অধিকার রয়েছে এবং স্বাধীনভাবে সবাই ধর্ম পালন করছে। এদেশে সা¤প্রদায়িকতার কোন স্থান নেই। এবারের ঐতিহ্যবাহী মহাতীর্থ বারুণী স্নান পরিণত হবে পূণ্যার্থীদের মিলন মেলায়। তিনি বলেন, আগামী ২ এপ্রিল কাট্টলীর ঐতিহ্যবাহী রাণী রাসমণি ঘাটে মহাতীর্থ বারুণী স্নানে প্রতিবছরের ন্যায় এবারও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের সভাপতি অনিল কান্তি নাথ, সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, প্রকৌশলী হারাধন ভট্টাচার্য্য, সদানন্দ ভট্টাচার্য্য, সুজিত দাশ, অলক নাথ চৌধুরী, ডা. বিজন কান্তি নাথ, সুকান্ত মহাজন (টুটুল), মিনু রাণী দেবী, সুপ্তী তলাপত্র, অভিজিৎ ভট্টাচার্য্য, প্রবাল ভট্টাচার্য্য, প্রীতম মজুমদার, প্রান্ত চৌধুরী, সুধীর চন্দ্র দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি