ধর্মপুর সমিতি-চট্টগ্রামের ড. মুহাম্মদ শহিদুল্লাহ মেধাচর্চা বৃত্তি পরীক্ষা

40

চট্টগ্রাম শহরের বসবাসরত সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ধর্মপুর সমিতি-চট্টগ্রামের উদ্যোগে মহুরী পাড়া অলি আহমেদ উচ্চ বিদ্যালয় ২১ ডিসেম্বর বেলা ১০ টায় দ্বিতীয় বারের মতো ড. মুহাম্মদ শহীদুল্লাহ মেধাচর্চা বৃত্তি পরীক্ষা-১৯ অনুষ্ঠিত হয়। উপস্থিত- ছিলেন অধ্যক্ষ ওসমান গনি রেজবী, শিক্ষাবিদ সাইফুদ্দিন টিপু, সালাহউদ্দিন লিটন, হাজি নুরুল কবির, আজিজুল রহমান, অলি আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিউটন শর্মা, সহকারী শিক্ষক লিমন, রাশেদুল হক, টিটু দাশ, স্বপন নন্দী, রেদোয়ান ইসলাম, শামীম আহমেদ, জমির উদদীন প্রমুখ। অত এলাকায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল শিক্ষাথী আংশ গ্রহণ করে আগামীতে নভেম্বর মাসে বৃত্তি পরীক্ষা সময় নির্ধারণ করা হলে আরো বেশি শিক্ষাথী আংশ গ্রহণের সুযোগ পেত বলে অভিভাবকরা মতামত প্রকাশ করেন। বক্তারা বলেন, গ্রাম-জনপদে এ মনীষীদের জীবন-কর্ম সম্পর্কে ছোট ছোট শিশু-কিশোরদের জ্ঞান অর্জন অপিহার্য। নতুবা বাংলা সাহিত্য সংস্কৃতির মনীষী আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে পারে। বিজ্ঞপ্তি