ধন্য বাংলার ইতিহাস

50

মায়ের ভাষা ভালোবাসে
প্রাণ দিতেও যারা হাসে
ধন্য, চিরধন্য তারাই বিশ্বে ইতিহাসে।

বাংলা মাটির সবুজ ঘাসে
যাদের দেহের রক্ত ভাসে
ধন্য, চিরধন্য তারাই বিশ্ব ইতিহাসে।

যাদের ত্যাগ ও দীর্ঘশ্বাসে
বাংলা ভাষার মুক্তি আসে
ধন্য, চিরধন্য তারাই বিশ্ব ইতিহাসে।

ভাষার জন্যে ফাগুন মাসে
জীবন দিলো অনায়াসে
ধন্য, চিরধন্য তারাই বিশ্ব ইতিহাসে।

স্মরণ করি বিশ্বাসে
গভীর শ্রদ্ধাও নিঃশ্বাসে
ধন্য, চিরধন্য তারাই বিশ্ব ইতিহাসে।