দ্রব্য সামগ্রীর মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে

62

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর’র উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমাবেশ ও স্বাগত র‌্যালি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলীর সভাপতিত্বে গতকাল শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সভাপতি মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহাইল উদ্দিন আনছারী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।
যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন, অধ্যাপক আহমদ শাহ্ আলমগীর, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ ওয়াহিদুল আলম, আদনান তাহসিন আলমদার, কাজী মুহাম্মদ আরাফাত, ওসমান গণী, আব্দুল কাদের, আনোয়ার হোসেন, বেলাল রেজা, খারেদ বিন জাহাঙ্গীর, তাহরিফ হোসেন, গোলাম ইয়াসিন জানে আলম প্রমুখ।
বক্তারা বলেন, এখনো দেশের অধিকাংশ মানুষ দারিদ্রসীমায় বাস করে। নীরব দুর্ভিক্ষ চলছে ঘরে ঘরে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে। সকল ধনী ব্যক্তিরা সুষ্ঠুভাবে যাকাত আদায় করলে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। বিজ্ঞপ্তি