দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

13

 

জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধগতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ গতকাল ৩১ মে (মঙ্গলবার) বিকালে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। জেএসপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেএসপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন জেএসপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কৃষ্ণ ধর, জেএসপি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ গুহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার স্বপন কুমার নাথ, জেএসপি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সজল মজুমদার, সাংগঠনিক সম্পাদক সুজন নাথ হাজারী, জেএসপি যুব পরিষদের সভাপতি আবদুল গফুর, উপদেষ্টা শ্যামল কান্তি দাশ, শ্রাবন্তী শুক্লা, সাইদুর রহমান সায়েদ, পরেশ ত্রিপুরা প্রমুখ। এছাড়াও মানববন্ধনে জেএসপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের নিকট জোর দাবি জানান। বিজ্ঞপ্তি