দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছে না শ্রীলঙ্কা

7

বিতর্কিত দ্বীপ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজন দেখছে না শ্রীলঙ্কা। বুধবার (৩ এপ্রিল) রাষ্ট্রীয় হিরু টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আলি সাবরি বলেন, এই দ্বীপ নিয়ে ৫০ বছর আগেই আলোচনা ও সমাধান করা হয়েছে। এটি নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই। শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে পক প্রণালীতে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি দুই দেশকে বিভক্ত করেছে। দুই দেশই এই দ্বীপটি নিয়ে দাবী-পাল্টা দাবি জানিয়ে আসছিল। অবশেষে, ১৯৭৪ সালে ওই দ্বীপের ওপর থেকে ভারত তার দাবি তুলে নেয়।
কচ্ছথিভু নামের দ্বীপটির আয়তন দুই বর্গ কিলোমিটারেরও কম। এবার ভারতের লোকসভা নির্বাচনের আগে এই দ্বীপটিকে নির্বাচনি প্রচারণার ইস্যু করেছে মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তৎকালীন সরকার কংগ্রেস দলের উদাসীনতার কারণেই এটি ভারতের হাতছাড়া হয় বলে প্রচার করছে বিজেপি। বিজেপি গত নির্বাচনে ভারতের ৫৪৫ আসনের পার্লামেন্টে দক্ষিণাঞ্চলীয় উপক‚লীয় রাজ্য তামিল নাড়ুর ৩৯ আসনের কোনটিতেই জয় লাভ করেনি।