দ্বীনি শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে

92

ইসলামের সঠিক মর্মবাণী অনুধাবন করে উগ্রবাদমুক্ত অসাম্প্রদায়িক মননের আলোকিত সুনাগরিক সৃষ্টিতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুনিপুণ প্রয়াস প্রয়োজন। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতি গঠনের কর্মযজ্ঞেও সম্পৃক্ত করতে হবে বলে মত দিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত ১৭ ডিসেম্বর আয়োজিত এক মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রামের খুলশীস্থ মাদ্রাসা এ নূরীয়া কমপ্লেক্সের মহাপরিচালক ও পীর শাহসূফী বেলায়েত হোসাইন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, ত্রৈমাসিক বার আউলিয়া চট্টগ্রাম’র সম্পাদক মুহাম্মদ আবু মুছা কাদেরী, মাদ্রাসা-এ নূরীয়া কমপ্লেক্সের অফিস সহকারী এম এ আবদুল হামিদ, শিক্ষক মাওলানা সাইফুর রহমান, মাওলানা নিজাম উদ্দীন, হোসাইন মো: তোহা প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রীর চট্টগ্রামস্থ বাসভবনে মাদ্রাসা-এ নূরীয়া কমপ্লেক্সের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় মহিবুল হাসান চৌধুরী মানসম্মত দ্বীনি শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখায় মাদ্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্সের ভূয়সী প্রশংসা করেন।