দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জোরালো করতেই ইসরায়েলের সঙ্গে চুক্তি : বাহরাইন

13

বাহরাইনের বাদশাহ বলেছেন, তার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনের ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা রাখবে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে বৃহস্পতিবার দেওয়া ভাষণে এই মন্তব্য করেন বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বলেন এই চুক্তির মধ্য দিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্যোগ জোরালো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় দখলদার শক্তি হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েলের সঙ্গে স¤প্রতি আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয় দুই আরব দেশ। ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এ চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের প্রভাত হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা মনে করে এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত।
ইসরায়েলের সঙ্গে দুই আরব দেশের চুক্তি স্বাক্ষর নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে জাতিসংঘে দেওয়া ভাষণে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।