দ্বিতীয় মেয়াদে মাদুরোর বৈধতা পার্লামেন্টে বাতিল

29

ভেনিজুয়েলার বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট শনিবার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে অবৈধ ঘোষণা করেছে। দেশটিতে ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ সেনাবাহিনীর প্রতি সহায়তার আহব্বান জানিয়েছে পার্লামেন্ট। পার্লামেন্টের নতুন সভাপতি হিসেবে শপথ নেয়ার প্রেক্ষাপটে জুয়ান গুয়াইডো বলেন, ‘আমরা নিকোলাস মাদুরোর অবৈধতা পূর্ণ নিশ্চিত করেছি।’
জুয়ান আরো বলেন, ‘১০ জানুয়ারি থেকে মাদুরো প্রেসিডেন্ট পদের অবৈধ দখলদার হতে যাচ্ছেন। এই পার্লামেন্টই হবে জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি।’ গত ২০ মে বিতর্কিত আগাম নির্বাচন অনুষ্ঠানের পর বৃহস্পতিবার মাদুরো দ্বিতীয় মেয়াদে আগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যচ্ছেন। অধিকাংশ বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। আন্তর্জাতিক মহলও ব্যাপকভাবে এই নির্বাচনের নিন্দা জানায়।