দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মুক্তকণ্ঠের শুভসূচনা

43

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন গত ১০ জুলাই হলেও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। খেলার মান দেখে অবাক হতে হয়। উদ্বোধনী খেলা ছিল আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের মধ্যে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান গ্রিনকে সহজে হারিয়ে লিগে শুভসূচনা করেছে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি খেলাটি। তবে দুপুর সোয়া একটায় শুরু হওয়া এ ম্যাচের দৈর্ঘ্য ছিল ২২ ওভার। আর সেই ২২ ওভারই খেলতে পারেনি আগ্রাবাদ নওজোয়ান গ্রিন। টস জিতে আগে ব্যাট করে তারা ১৭.৪ ওভারে মাত্র ৪৯ রানে অলআউট হয়। স্কোর কার্ডে চোখ বুলালে দেখা যায়, সর্বোচ্চ রান আসে অতিরিক্তের ভান্ডার থেকে। ব্যাটসম্যানদের রানের সংখ্যা ০, ৮, ৫, ৪, ৯, ৫, ৪, ০, ০, ০, ০। দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি কোন ব্যাটম্যানের রানের চাকা, ডাক মেরেছেন চারজন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। মাদারবাড়ি মুক্তকণ্ঠের বোলার ওবায়েদ উল্লাহ তিন ওভার বল করে আট রান দিয়ে চার উইকেট তুলে নেন। বাকিগুলো ভাগ করে নেন ফরহাদুল আলম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলম ও মোহাম্মদ জোবায়েদ। এর মধ্যে সাজ্জাদ ও জোবায়েদ দুটি করে এবং ফরহাদুল আলম ও আলম একটি করে উইকেট নেন।
৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় পায় মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব। দলের মধ্যে ইয়াসিন ফরহাদ সর্বোচ্চ ২২ রান এবং আনোয়ার সাজ্জাদ ১৭ রান করেন। আজকের খেলায় চট্টগ্রাম আবাহনী জুনিয়র ও আবেদীন ক্লাব পরস্পরের বিপক্ষে লড়বে।