দ্বিতীয় পর্বে রামপুর ওয়ার্ড

46

সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ২৫ নং রামপুর ওয়ার্ড। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের ২য় ও শেষ গ্রæপ লিগ ম্যাচে তারা ৫-২ গোলে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড দলকে পরাজিত করে। এ জয়ের ফলে ‘সি’ গ্রপে ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সাথে ২৫ নং রামপুর ওয়ার্ড দলের পয়েন্ট সমান (৪) হয়ে যায়। তবে গোল পার্থক্যে রামপুর এগিয়ে থাকায় তারাই দ্বিতীয় পর্ব অর্থাৎ নক আউট পর্বে খেলার সুযোগ পায়। রামপুর তাদের আগের খেলায় পাঁচলাইশ দলের সাথে ১-১ গোলে ড্র করেছিল। অন্যদিকে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড ১-৩ গোলে পাঁচলাইশ ওয়ার্ডের কাছে হার মানে।
গতকাল খেলার প্রথমার্ধে রামপুর ওয়ার্ড ৪-১ গোলে এগিয়েছিল। রামপুরের আরিফুর রহমান রাজু ২টি গোল করেন, সাজ্জাদ আমিন এবং মোজাহিদ হোসেন মল্লিক করেন ১টি করে গোল। দক্ষিণ আগ্রাবাদের হয়ে প্রথমার্ধে রাসেল ১টি গোল পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে পেনাল্টি থেকে দক্ষিণ আগ্রাবাদের ইমরান আরো ১টি গোল পরিশোধ করেন (৪-২)। ৩৩ মিনিটে রামপুর দলের আরিফুর রহমান রাজু আবারো গোল করে দলকে ৫-২ গোলে এগিয়ে নেন এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি টুর্নামেন্টের সপ্তম হ্যাট্রিক । খেলায় ম্যান অব দ্য ম্যাচ ২৫ নং রামপুর ওয়ার্ডের আরিফুর রহমান রাজুর হাতে ক্রেস্ট তুলে দেন ৩৬ নং গোসাইল ডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী।
দিনের দ্বিতীয় ম্যাচে ৩৬ নং গোসাইল ডাঙ্গা ওয়ার্ড ৪-৩ গোলে ৩১ নং আলকরণ ওয়ার্ড দলকে পরাজিত করে সান্তনার জয় পায়। কেননা দুটি দলই নিজেদের আগের খেলায় ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড দলের কাছে পরাজিত হয়েছিল। ‘ডি’ গ্রæপের শীর্ষ দল হিসেবে উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড দল ইতিমধ্যেই নক আউট পর্বে পৌঁছে গেছে। নিয়ম রক্ষার ম্যাচে গতকাল গোসাইল ডাঙ্গা দলের পক্ষে মো. সোহেল ২টি এবং ইমাম আলী ইমন ২টি গোল করেন। মো. সোহেলের একটি গোল ছিল পেনাল্টি থেকে পাওয়া। আলকরণ ওয়ার্ডের হয়ে মো. ইসহাক ২টি এবং গিয়াসউদ্দিন বাপ্পি ১টি গোল করেন। প্রথমার্ধ ছিল গোলক‚ন্য। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ৩৬ নং গোসাইল ডাঙ্গা ওয়ার্ডের খেলোয়াড় সোহেলকে ক্রেস্ট প্রদান করেন ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।
আজকের খেলা: ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বনাম ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড (বিকাল-৩টা) এবং১৪ নং লালখান বাজার ওয়ার্ড বনাম ৫নং মোহরা ওয়ার্ড (বিকাল ৪.৪০টা)।