দ্বিতীয় দিন শেষে এগিয়ে আফগানিস্তান

29

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে আফগানিস্তান। শনিবার দিন শেষে আয়ারল্যান্ড পিছিয়ে রয়েছে ১২০ রানে। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট।ভারতের দেহরাদুনে গতকাল শুরু হয়েছে ম্যাচটি। শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে তারা ১৭২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপর আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩১৪ রান সংগ্রহ করে অলআউট হয়।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৯৮ রান করেন রহমত শাহ। ৬১ রান করেন হাশমতউল্লাহ শহীদী। ৬৭ রান করেন অধিনায়ক আসঘার আফগান। ৪০ রান করেন মোহাম্মদ শাহজাদ। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে স্টুয়ার্ট থম্পসন ৩টি, জর্জ ডকরেল ২টি, ক্যামেরন-ডো ২টি, অ্যান্ডি ম্যাকব্রাইন ২টি ও টিম মুরতাঘ ১টি করে উইকেট শিকার করেন। শনিবার আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এক উইকেটে ২২ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে।