দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৬৭১ জন, বহিষ্কার ১

7

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। যা শতকরা হিসেবে ১ দশমিক ৯০ শতাংশ প্রায়। এছাড়া এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নগরীর পাহাড়তলী কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই পরীক্ষার্থী এমইএস কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানান। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১১টি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রামে ৬৫ হাজার ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৩ হাজার ৯৩৭। অনুপস্থিত ছিল ১ হাজার ২৯৬ জন। কক্সবাজার জেলায় ১০ হাজার ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ২৫৮ জন এবং অনুপস্থিত ছিল ১৯৩ জন। রাঙামাটি জেলায় ৪ হাজার ৬১৫ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫৫৪ জন। অনুপস্থিত ছিল ৬১ জন পরীক্ষার্থী। একইভাবে খাগড়াছড়ি জেলায় ৪ হাজার ৯০৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৮৪০ জন এবং অনুপস্থিত ছিল ৬৫ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৬৫৭ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৬০১ জন এবং অনুপস্থিত ছিল ৫৬ জন পরীক্ষার্থী।