দোহাজারী পৌরসভার চাগাচর বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

89

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-এ শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় গত ১৫ সেপ্টেম্বর বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে চাগাচর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে ভয় পাওয়ার কোন কারণ নাই। পুলিশী সেবা এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। একটা সময় ছিল মানুষ পুলিশকে ভয় পেত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এখন এ বিষয়টা অনেক পরিবর্তন হয়েছে। আমাদের আইজিপি স্যার দায়িত্ব নেয়ার পর তিনি বলেছেন জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে। চাগাচর এলাকায় বিট পুলিশিংয়ের এ কার্যালয় থেকে দোহাজারী পৌরসভার চাগাচর ১নং ও ২নং ওয়ার্ড এবং পূর্ব হাছনদÐী ও পশ্চিম হাছনদন্ডী এলাকার সাধারণ মানুষ সহজেই সেবা পাবেন। ভুক্তভোগীরা তাদের অভিযোগ মৌখিক অথবা লিখিতভাবে এখানে দিতে পারবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে। কমিউনিটি পুলিশিং দোহাজারী পৌরসভার সভাপতি আবদুল্লা আল নোমান বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়াছিন মেম্বার। কমিউনিটি পুলিশিং দোহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক আব্দুল হালিম, এসআই জাকির হোসেন, উপজেলা যুবলীগ সদস্য মো. লোকমান হাকিম, শাহ্ আলম মেম্বার, নুরুল আমিন, কলিম উল্লাহ্, ইদ্রিস, ফরিদুল আলম, সায়েম চৌধুরী, নিয়াজুল প্রমুখ।