দোহাজারীতে রেলওয়ে থানার প্রস্তাবিত জায়গা পরিদর্শনে পুলিশ সুপার

15

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-দোহাজারী-রামু-কক্সবাজার নতুন সিঙ্গেল ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় দোহাজারী রেলওয়ে স্টেশনে রেলওয়ে থানার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. হাছান চৌধুরী।
গত ১৭ মে রেলওয়ে জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. হাছান চৌধুরী চন্দনাইশ দোহাজারী রেলওয়ে স্টেশন সরেজমিনে পরিদর্শনকালে রেলওয়ে থানার প্রস্তাবিত স্থানের জায়গা পরিদর্শন করে পারিপার্শ্বিক সবদিক বিবেচনা করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লিখিত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা যায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে এডিশনাল এসপি (সার্কেল) আবদুল গফুর, চট্টগ্রাম রেলওয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, রেলওয়ের প্রকৌশলী ও কনসালটেন্ট মো. হাবিবুর রহমান, তমা গ্রæপের চীফ সার্ভেয়ার সেকান্দর আলী, দোহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি আবদুল শুক্কুর।  উল্লেখ, দোহাজারী-রামু-কক্সবাজার নতুন সিঙ্গেল ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ ২০১৮ সালের জুলাই মাসে শুরু হয়। যা আগামী ২০২৩ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।