দোহাজারিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

26

দোহাজারী পৌরসভায় চুরি, ডাকাতি ছিনতাই বিভিন্ন নাশকতা মুলক অপরাধ দমনে দোহাজারীকে সি.সি. ক্যামরার আওতায় আনা ও আইন শৃঙ্খলা বিয়য়ক বিটপুলিশিং কার্যাক্রম ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জাছিম কনভেনশন হলে দোহাজারী তদন্তকেন্দ্রের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দোহাজারি তদন্ত কেন্দ্রের আই সি মো. আবদুল হালিম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। এতে বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম, আসহাব মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফনান ইসলাম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আরপাত হোসেন, আবুল কাশেম লেদু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মো লোকমান হাকিম, দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরপাত,কাতার দোহা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব হাসান মাবুদ, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এমএ রাজ্জাক রাজ, আবদুল্লা আল নোমান ও ওছমান আলী। উপস্থিত ছিলেন হাছনদন্ডী আলোড়ন সমবায় সমিতির সভাপতি মো. কাইছার আলমগীর, সাধারণ সম্পাদক মো. পহর উদ্দিন, কাজী মো শাহেদ নুর, এসকে সায়েম চৌধুরী, বদিওল আলম, গিয়াসউদ্দিন জিকু, ছিদ্দিক আহামেদ প্রমুখ।