দোকানে ৫০০ বস্তা চিনি মজুদ জরিমানা

13

নিজস্ব প্রতিবেদক

আগের দামে কেনা ৫০০ বস্তা চিনি গুদামে মজুদ করায় এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুরে হালিশহরের সততা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের গুদাম থেকে চিনিগুলো জব্দ করা হয়। চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ বলেন, আগের দামে কেনা প্রায় ৫০০ চিনির বস্তা মজুদ করে রাখেন দোকানের মালিক। যার পাইকারি ক্রয়মূল্য প্রতিকেজি ৯০ টাকা। কিন্তু এখন এসব চিনি বিক্রি করা হচ্ছে ১০৭ টাকা কেজিতে। যা সরকারের নতুন নির্ধারণ করা দামের চেয়ে ৫ থেকে ৮ টাকা বেশি। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।