দেশ ও জাতির প্রয়োজনে জাতীয় পার্টি গঠন করে ছিলেন

59

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ১ জানুয়ারি জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে নগরীর ইপিজেড থানায় দলীয় কার্যালয়ে ইপিজেড থানার শ্রমিক পার্টির সভাপতি দিল মুহাম্মদ দিলুর সভাপতিত্বে ও শান্ত সিকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন। এসময় তিনি বলেন দেশ ও জাতির প্রয়োজনে এক ঐতিহাসিক মুহর্তে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। ৯ বছরের শাসনামলে এরশাদ দেশের আপামর জনতার সার্বিক কল্যাণে উপজেলা ব্যবস্থা সৃষ্টি, যৌতুক বিরোধী আইন, শিল্পনীতি, শিক্ষানীতি ও শ্রমিকের শ্রমের মূল্য নিশ্চিত করতে দুই ঈদে বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং গরীব ছাত্র-ছাত্রীদের ৮ম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে অধ্যায়নের ব্যবস্থাগ্রহণ করে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে আসন করে নিয়েছেন। তিনি এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি উদ্ধার্থ আহবান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা রাখায় দেশ ও জাতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেনই মুহাম্মদ এরশাদকে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক দিল মুহাম্মদ দিলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. কারুজ্জামান, জেনাত তপন, মাসুদ, শফিক সাগর, ইসমাঈল, জিয়া, সুমন, নুরুল আলম, লিটন, আবুল কাশেম, শাহাজাহান, কিশলু, ওয়াহিদুল, জামাল, সুমন চক্রবর্তী, জাবেদ, মামুন, আলমগীর, জাব্বার, সজীব, নান্টু, নিজাম উদ্দিন, খোকন, নুরূল গণি, মুন্না, মিটুন, সিয়াম প্রমুখ। বিজ্ঞপ্তি