দেশে ৫ কোটিরও অধিক নারী জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে

27

 

গত ২২ ডিসেম্বর ইমেজ প্রধান কার্যালয়ে জরায়ু ক্যান্সার বিষয়ক এক কর্মশালা সংগঠনের প্রধান নির্বাহী সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার রোজীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন ওজিএসবি চট্টগ্রাম এর সভাপতি প্রফেসর ডাঃ রওশন মোর্শেদ ও সহ সভাপতি প্রফেসর ডাঃ কামরুন্নেসা রুনা। কর্মশালায় ‘জরায়ু ক্যান্সার-একটি প্রতিরোধ এবং নিরাময়যোগ্য রোগ’ শিরোনামে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন ওজিএসবির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ নাসরিন বানু। উপস্থাপনায় তিনি জানান, জরায়ু ক্যান্সার মহিলাদের অন্যান্য ক্যান্সারের মধ্যে চতুর্থতম। বাংলাদেশে প্রায় ৫ কোটির অধিক মহিলা জরায়ু ক্যান্সারের ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছর প্রায় ১৭ হাজার নতুন রোগী সনাক্ত হয় এবং প্রায় ১০ হাজার মৃত্যুবরণ করে যা খুবই দূর্ভাগ্যজনক। অথচ আমরা “হিউম্যান প্যাপিনোমা ভাইরাস” এর মোকাবেলা করার মাধ্যমে এই রোগকে অতি সহজেই নির্ণয় এবং চিকিৎসার আওতায় আনতে পারি। সরকারিভাবে সবজায়গায় প্রচলিত ভায়া এবং আরও কিছু উন্নত পরীক্ষার মাধ্যমে খুব প্রাথমিক অবস্থাতেই জরায়ু ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সম্ভব। ৯-১৫ বছরের কিশোরীদেরকে টিকা প্রদান করে, ৩০ বছর বয়সী মহিলা যাদের বিবাহের বয়স ১০ বছর অতিবাহিত হয়েছে তাদের ক্যান্সার স্ক্রিনিং এর আওতায় এনে এই রোগকে জয় করা কোন কঠিন বিষয় নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে জরায়ু ক্যান্সার নির্মূলের কর্মকৌশল গ্রহণ করেছে। কর্মশালায় ইমেজের প্রকল্প কর্মকর্তা, সকল ক্লিনিকের ম্যানেজার ও মেডিকেল অফিসারসহ অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি