দেশে সংক্রমণের হার ২ শতাংশের উপরেই

10

পূর্বদেশ ডেস্ক

দেশে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমলেও নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার ২ শতাংশের বেশিই রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ২৭৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০১ শতাংশে।
নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে। আরও একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫৬ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৪ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ পরিস্থিতির উন্নতিতে দৈনিক রোগী শনাক্তের হার কমতে থাকলেও দুই মাস পর শুক্রবার তা আবার ২ শতাংশ ছাড়িয়ে যায়। শুক্রবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ০২ শতাংশে। একদিন বাদে এই হার দশমিক শূন্য দশমিক ১ শতাংশ পয়েন্ট কমেছে। শুক্রবার ৩৪২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল মৃত্যু হয়েছিল ১ জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা কমেছে গত একদিনে। খবর বিডিনিউজের।
দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪০ জনই ঢাকা জেলার বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৭ শতাংশের বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশের ৪২টি জেলায় নতুন রোগী ধরা পড়েনি। বরিশাল বিভাগে নতুন রোগীর সংখ্যা শূন্য। ঢাকার বাইরে চট্টগ্রামে সর্বাধিক আটজন রোগী শনাক্ত হয়েছে।
ষাটোর্ধ্ব যে পুরুষ গত একদিনে মারা গেছেন, তিনি রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বাকি সাত বিভাগে গত একদিনে কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৩ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৭ কোটি ৯০ লাখের বেশি রোগী।