দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

36

পূর্বদেশ অনলাইন
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদে নানা রঙে-ঢঙে সেজেছে ছোট্ট শিশুরা। বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে। সোমবার সকালে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে যথাযথ মর্যাদায় মসজিদুল হারাম শরিফে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপরই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তায় রমজান শেষে সোমবার ঈদুল ফিতরের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মুসল্লি। দেশটির মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় হয়। নতুন জামা আর হাতে রঙ-বেরঙের বেলুন নিয়ে ঘুরতে দেখা যায় শিশুদের। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, মরক্কো, মাস্কট, ইয়েমেন, সুদান, মিসর, তিউনিসিয়া, সিরিয়া, ইরাক ও গাজা ও তুরস্কেও একইদিন ঈদ উদযাপিত হয়। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদের নামাজ আদায় করেন অনেকে। ল্যাকাম্বার মসজিদে জড়ো হন মুসল্লিরা। সোমবার, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাতেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।