দেশে আর কোনো মানুষ গৃহহীন থাকবে না

23

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান পায় সেই স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর সেটি বাস্তবায়ন করছেন আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এখনো দেশে নদী ভাঙ্গন ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ গৃহহারা হচ্ছে। মুজিব বর্ষের মধ্যে সারাদেশে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান করা হচ্ছে। দেশে আর কোন মানুষ গৃহহীন থাকবে না। এ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও গৃহহীনদের মাঝে গৃহ প্রদানের কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডে অসহায় গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ করে হস্তান্তর করেছে।
নগরীর রামপুর ওয়ার্ড ও আগ্রাবাদ ওয়ার্ডে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, নূরুল আমিন, শেখ জাফরুল হায়দার চৌধুরী, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বেগম, চসিক তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি