দেশের ৯২ শতাংশ মনোরোগী চিকিৎসার আওতার বাইরে

12

 

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ) এর মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় সম্প্রতি। সেমিনারে মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এএসএম রিদওয়ান বলেন- জাতিসংঘের ১৩তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে, সুস্বাস্থ্যের সর্বোচ্চ ধাপ তখনই অর্জন করা সম্ভব হবে যখন মানসিক স্বাস্থ্য এবং ভাল থাকা নিশ্চিত করা সম্ভব হবে। ২০১৮-১৯ সালে দেশব্যাপী পরিচালিত তথ্যে পাওয়া যায়,বাংলাদেশে মানসিক রোগের শতকরা হার ১৬.৮। এর মধ্যে বিষণ্ণতা রোগের শতকরা হার ৬.৭, উদ্বিগতা রোগ ৪.৫, সিজোফ্রেনিয়া জাতীয় রোগ ১,নিদ্রাহীনতা ০.৯,শুচিবাই জাতীয় রোগ ০.৭। চিকিৎসার আওতার বাইরে আছেন ৯২.৩% মানুষ। শিশুদের মধ্যে মানসিক রোগের হার ১৩.৬ শতাংশ। সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক আমির হোসেনের এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। সেমিনার পরবর্তী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে জরুরী বিভাগের সামনে এসে শেষ হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে মনোরোগবিদ্যা বিভাগ স্থাপিত হয় ২০১৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে মানসিক স্বাস্থসেবা দিয়ে যাচ্ছে এ বিভাগ। নিয়মিত গবেষণার মাধ্যমেও মানসিক রোগের অঞ্চলভিত্তিক কারণ ও তার প্রতিকারের প্রচেষ্টা অব্যাহত আছে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান ও আকার আরও বৃদ্ধি করা,নতুন নতুন উপবিভাগ চালু করা এবং গবেষণার আকার আরও বাড়ানোর প্রয়াস অব্যাহত থাকবে।