দেশের বাজারে ‘মটোরোলা ওয়ান’

72

বাংলাদেশের বাজারে বহুল প্রতিক্ষার পর আসছে মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলাওয়ান’। আগামী ৫ জানুয়ারি থেকে শুধুমাত্র গেজেট অ্যান্ড গিয়ার এবং পিকাবো.কম-এ এই নতুন স্মার্টফোন পাওয়া যাবে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছ ২৩,৯৯০ টাকা। অ্যানড্রয়েড ওয়ান-এর লেটেস্ট প্ল্যাটফর্ম এই ফোনটি। গ্রাহকদের কাছে এই দামের মধ্যে ‘মটোরোলাওয়ান’ হতে পারে সবচেয়ে ভালো পছন্দ। গ্রাহকদের মতামত অনুযায়ী, মটোরোলা পণ্যের মানের বিষয়ে কোনো ছাড় দেয় না।
পণ্যের মানের বিচারে ফোনটির যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে খুব শিগগিরই মটোরোলা হবে গ্রাহকদের সেরা পছন্দ। মটোরোলাওয়ান স্মার্ট ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৫.৯ ইঞ্জির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে। গঠনের দিক দিয়ে হ্যান্ডসেটটিকে বেস্ট হ্যান্ডি অথবা বেস্ট গ্রিপেল মোবাইল হিসেবে ব্যাখ্যা দেওয়া যায়। হ্যান্ডসেটটির সামনে ও পেছনে গরিলা গ্লাস ব্যবহার করার কারণে সহজেই প্রিমিয়াম দেখায়। মটোরোলা বিশ্ববিখ্যাত লেনোভোর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দীর্ঘ ১০ বছর বিরতী দিয়ে কোম্পানিটি বাংলাদেশের বাজারে নতুন নতুন ফোন এনেছে। মটোরোলার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
আরো জানতে ভিজিট করুন : http://www.moto.smart-techbd.com/ A_ev www.facebook.com/HelloMoto Banglades. খবর বিজ্ঞপ্তির