দেশিদের পারিশ্রমিক সর্বোচ্চ ৮০ লাখ তিন ভেন্যুতে বিপিএল

10

 

সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট। এবার নির্ধারণ করলো পারিশ্রমিক। বাংলাদেশের কোনো ক্রিকেটার সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা। গতকাল (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়াও নিশ্চিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে হবে এবারের বিপিএল।
দেশীদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ ও সর্বনিম্ন ‘জি’।
ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশী ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার। যদিও এবার নেই কোনো আইকন ক্রিকেটার।