দেবাশীষ মুৎসূর্দ্দী বাপ্পির মৃত্যুবার্ষিকী পালিত

6

সমাজকর্মী ও সঙ্গীতানুরাগী দেবাশীষ মূৎসূর্দ্দী বাপ্পির ২য় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা গতকাল ২৮ ফেব্রæয়ারী সকালে লালখান বাজারস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। দেবাশীষ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ আলোচনায় অংশ নেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, নারী সংগঠক নব্যুয়ত আরা সিদ্দিকা রকি, সংগঠক জাহিদ তানসির, হেলাল উদ্দীন চৌধুরী, মো. আসিফ ইকবাল, জনি বড়ুয়া, প্রয়াতের বোন সূপর্ণা মূৎসূদ্দী শুক্লা, সঙ্গীত শিল্পী লুপর্ণা মূৎসূদ্দী লোপা প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রয়াত দেবাশীষ মূৎসূর্দ্দী বাপ্পি বড়ুয়া একজন নিবেদিত সমাজকর্মী হিসেবে সবসময় নিজ সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করেছেন। স্মরণ আলোচনা শেষে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।