‘দেওয়াল পত্রিকা প্রকাশে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ে’

75

কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ে দেওয়াল পত্রিকা ‘অরুণোদয়” এর উন্মোচন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শফিউল আজম শেফু, প্রধান আলোচক পরিতোষ চৌধুরী, অতিথি ও আলোচক ইলিয়াছ সিকদার, উজ্জ্বল কুমার চন্দ, রঞ্জন দাশগুপ্ত এ্যাপোলো, উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত,তনুশ্রী বিশ্বাস, শুভাশীষ নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ, প্রকাশ কুমার ঘোষ, সাইরিন আক্তার, বৃষ্টি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন – শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সৃজনশীল কাজে নিয়োজিত করলে তাদের মননশীলতা আরো পরিপক্ব হয়ে পাঠে মনোযোগী করে তোলে। সৃজশীল বিষয় অনেক সহজ হয়ে ওঠে। পাঠাভ্যাসে হয়ে উঠে মনোযোগী।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত, আবৃতি ও নৃত্য পরিবেশন করে মুমু চৌধুরী, সুমি, পূজা, অনন্যা, পুস্পিতা, পূর্ণা, টিসা ধর প্রমুখ। বিজ্ঞপ্তি