দেওয়ানহাট-বৈলতলী সড়কের বেহাল অবস্থা

12

চন্দনাইশ প্রতিনিধি
………………….

চন্দনাইশ উপজেলার অন্যতম ব্যস্ততম সড়ক দেওয়ানহাট-বৈলতলী সড়কের হাছনদন্ডী এলাকায় শুষ্ক মৌসুম বা বর্ষাকাল সবসময়ে সড়কে পানি জমে থাকে। ফলে যানবাহন চলাচলসহ পথচারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। সরেজমিনে যায়, উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট থেকে সড়কটি বৈলতলী হয়ে বরমা সাতঘাটিয়া পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। ইতোমধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু করেছেন টিকাদার। কিন্তু দেওয়ানহাট থেকে সামান্য পশ্চিমে হাছনদÐী ছিবাতল এলাকায় সড়কটি গর্তে পরিণত হয়ে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে। এখন শীতকাল নেই কোন বৃষ্টি। কিন্তু সড়কে এভাবে পানি দেখে অনেকে হতবাক। স্থানীয়রা জানান, পাশ্ববর্তী ৫টি পরিবার হাবিবুর রহমান, মুন্সি মিয়া, শফিউর রহমান, মফিজুর রহমানদের বাড়ির ব্যবহারের পানি সড়কে এসে পড়ে এ দুরাস্থার সৃষ্টি হয়েছে। গত ২৭ ফেব্রæয়ারি স্থানীয় একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ নেয়ার জন্য স্থানীয়রা বালতি করে পানি সেচে সড়কটি অবমুক্ত করার চেষ্টা করতে দেখা যায়। এ ব্যাপারে টিকাদার প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ও উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেছেন, আগামী সপ্তাহে সড়কে ঢালাইয়ের কাজ শুরু হবে। সড়কের পাশে কোন ধরনের নালার ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া সড়কের মাঝখানে কালভার্টটি এখনো নির্মাণ করা না হওয়ায় সড়কে পানি জমেছে। স্থানীয়রা এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।