দেওয়ানবাজার ওয়ার্ড আ.লীগের সম্মেলন ঘিরে বিক্ষোভ

75

নিজস্ব প্রতিবেদক

নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের ইউনিট সম্মেলনের দ্বিতীয় দিনেও সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ হয়েছে। প্রথমদিন বিক্ষোভের পর ওই এলাকায় পুলিশি নজরদারি ছিল গতকাল বুধবার। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের বিরুদ্ধে ‘একতরফা’ সম্মেলন করার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। তবে বিক্ষোভের মধ্যেই সম্মেলন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নগরীর দেওয়ান বাজারের সাব-এরিয়ায় জয়নাব কলোনির ভেতর একটি কমিউনিটি সেন্টারে ওই ওয়ার্ডের গ-ইউনিটের সম্মেলন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী। তিনি আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। সম্মেলন চলাকালে নগরীর বলুয়ারদিঘি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জয়নাব কলোনির সামনে যান মহিউদ্দিনের অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে হাসনীর প্রতিদ্ব›দ্বী হিসেবে দেওয়ান বাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করেছিলেন। তার নেতৃত্বে নেতাকর্মীরা জয়নাব কলোনির ভেতরে প্রবেশের চেষ্টা করলেও পুলিশ তাদের আটকে দেয়। এ নিয়ে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায় এলাকায়।