দৃষ্টি চট্টগ্রামের অনলাইন আড্ডা

4

দৃষ্টি চট্টগ্রামের অনলাইন আয়োজন ইচ্ছেতলার তৃতীয় পর্বে আড্ডা হয়ে গেল কর্পোরেটর সংস্কৃতি ও তারুণ্যে নিয়ে। দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত এই আয়োজনের অতিথি ছিলেন র‌্যাংকস এফসি প্রোপার্টিস এর সিইও তানভীর শাহরিয়ার রিমন। আলোচক ছিলেন সাংবাদিক ইফতেখার ফয়সাল, সংগঠক সোমেন কানুনগো, প্রাক্তন বিতার্কিক শমীক বড়ুহয়া ও ডাকসুর সাবেক আন্তর্জাজিক বিষয়ক স¤পাদক শাহরিমা তানজিনা অর্ণি। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের পরিকল্পনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত। আয়োজনে আমন্ত্রিত ৪জন তরুণ বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন অতিথির কাছে। তরুণ সংগঠক ও ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো বলেন, এই মহামারীর সময়ে যখন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে পড়ে, তখন অনেকেই এই দূরশিক্ষণ ব্যবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে কর্মসংস্থানের উপযোগী করে তুলছেন। ডাকসুর প্রাক্তন আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক শাহরিমা তানজিন অর্নি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে আমাদের দেশের নীতিনির্ধারকদের দূরদর্শিতার অভাব দেখা যায়।