দৃষ্টির মাস্ক বিতরণ কর্মসূচি

10

সমাজ উন্নয়নমূলক সংস্থা দৃষ্টির উদ্যোগে ও এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীস ইন বাংলাদেশ (এডাব) এর আর্থিক সহায়তায় নগরীর ১২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী সরূপ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। এই কর্মসুচি উদ্ভোধন করেন দৃষ্টির প্রধান নির্বাহী জনাব হেলাল উদ্দিন মাহবুব এবং পরবর্তীতে এই কর্মসুচি সেচ্ছাসেবকদের মাধ্যমে সম্পাদন করা হয়। এই সময় সাধারণ জনগণ কে ঘরে ও বাইরে নিয়নিত মাস্ক ব্যবহার ও বাইরে থাকাকালীন কিছুক্ষন পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার জন্য উৎসাহ প্রদান করা হয়। পরবর্তীতে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নগরীর উক্ত ওয়ার্ড সমূহে মাইকিং কর্মসুচি অনুষ্ঠিত হয়। মাইকিং এর মাধ্যমে জনগণকে নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড পরপর হাত ধোয়া, জনসমাগম স্থল এড়িয়ে চলা, তিনফুট সামাজিক দূরত্ত¡ নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও উক্ত ওয়ার্ডসমূহের মসজিদে জুম্মার নামাযের পুর্বে ইমামসাহেব করোনা প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।