দৃষ্টির বার্ষিক প্রকাশনা ফিনিক্স’র পাঠোন্মোচন

38

শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের বার্ষিক প্রকাশনা ফিনিক্স এর ৬ষ্ঠ সংখ্যা স¤প্রতি প্রকাশিত হয়েছে। ১৩ মার্চ বিকালে এই প্রকাশনার পাঠ উন্মোচন সংগঠনের সাফিয়া গাজী লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। দৃষ্টির সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরীর সম্পাদনায় এই প্রকাশনা উৎসর্গ করা হয়েছে দৃষ্টির উপদেষ্টা সুফী আহমেদ ভ‚ইয়া, বিলকিস রাশেদ ও শিল্পী শান্তনু বিশ্বাসকে। পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী, সমাজকর্মী ছাইফুল হুদা ছিদ্দিকী, চবি শিক্ষক ড. আদনান মান্নান, দৃষ্টির সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মনি, সাধারণ স¤পাদক সাবের শাহ, যুগ্ম স¤পাদক সাইফুদ্দীন মুন্না ও প্রকাশনার স¤পাদক সাইফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। প্রকাশনায় মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরীর লেখা ‘ঊনিশ শতকের বঙ্গীয় রেনেসাঁর উত্তর সাধক প্রফেসর অনুপম সেন’, শান্তনু বিশ্বাসকে নিয়ে স্মৃতিকথা ‘চোখে ভাসে সেই গায়েনের ছবি’ লিখেন ওমর কায়সার, আগামী তিরিশে চট্টগ্রাম কতটুকু এগিয়ে যাবে এই নিয়ে মুনির হাসানের একটা গবেষণাধর্মী লেখা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিনদেশি সৈনিকদের সাথে এই চট্টগ্রামের বীরযোদ্ধাদের সমাধীস্থল ওয়ার সিমেট্রি নিয়ে সাংবাদিক আশরাফ রুবেল এর একটি লিখা রয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে লিখেন ডা. মাসুদ রানা ও ডা. আবু সাঈদ শিমুল। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের ভাষায় কথা বলে মাত্র কয়েকশ মানুষ, তেমনি একটি ভাষা ‘কোরো’। ভারতের অরুনাচল প্রদেশে এই ভাষায় কথা বলে মাত্র ১২শ মানুষ, এ তথ্য তুলে ধরে লিখেছেন সাংবাদিক রেজাউল করিম। সাংবাদিক ও টেলিভিশন প্রযোজক সাদেকুল নিয়োগী পন্নী লিখেছেন ভ্রমণ কাহিনী ‘লাভ ইন থাইল্যান্ড’। গবেষক ও শিক্ষক ড. আদনান মান্নান এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য লিখেছেন দিক নির্দেশনামূলক লেখা ‘এখানেই শেষ নয়, পড়ার আছে অনেক কিছুই’। চট্টগ্রামের তিনজন সফল মানুষ শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, উদ্যোক্তা মঞ্জুরুল হক ও পুলিশ কর্মকর্তা বিজয় বসাককে নিয়ে তিনটি প্রবন্ধ এই সংকলনে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তরুণদের উৎসাহিত করতে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ক্ষুদে বার্তা লিখে থাকেন। সেখান থেকে নিয়ে ‘ফেইজবুক কর্নার’ নামে একটি বিভাগও এ সংকলনে প্রকাশিত হয়েছে। এছাড়াও দৃষ্টির নিয়মিত আড্ডার কয়েকটি পর্ব এখানে তুলে ধরা হয়েছে। এই বার্ষিক প্রকাশনায় দৃষ্টির ২৭ বছরের ঘটনাপঞ্জির সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যাবে। অনুষ্ঠানে আবৃত্তি ও গান পরিবেশন করে অনির্বাণ বড়–য়া, সাদিয়া ইসলাম, সীমা চক্রবর্তী, সাখাওয়াত হোসেন মজুমদার, হোসাইন সামী। বিজ্ঞপ্তি